কবিতায় হীরক বন্দ্যোপাধ্যায়

দুর্গম
কী দুর্গম পথ তবু তোর আঁচলের
খুঁটে বাঁধা আছে দুর্মূল্য রামধনু
অন্যদিকে মসৃণ সমস্ত কিছু ঘর দোর আসবাবপত্র
বড়ো চাকরি গাড়ি এসে বাড়িতে দাঁড়ায়
যার মুখ সপ্তর্ষির, যার বাহুতে অসীম সম্ভার
বল এবার কোনদিকে যাবি ,দুর্গম জলরাশি
যার উপর জ্যোৎস্না এসে টুকরো টুকরো হচ্ছে
আর ছিটকে পড়ছে দেবতার পায়ে
যেন মেঘধন অনন্ত লটারী
এসব দৃশ্যের সামনে এক পা এগোতে গিয়ে
থমকে আছে সময়,আর এদিকে তোর ঠোঁট
পুড়ে যাচ্ছে গাল পুড়ে যাচ্ছে
সে প্রেমের দুর্গম আগুনে …