T3 || অবিস্মরণীয় নজরুল || বিশেষ সংখ্যায় হারাধন ভট্টাচার্য্য

মানবপ্রেমিক নজরুল
চমকে সবাই তাকিয়ে দেখে
আকাশে এক ধূমকেতু,
তার মুখের মধ্যে আগুন কণা
তুফান নদীর জীবন সেতু।
ললাটে লেখা আল্লার দোয়া
সাধন যে তার কালীর নামে,
তার দুই চোখে স্বপ্ন, ‘নতুন ভোর’
তারুণ্যে নব বিপ্লব আনে।
এক হাতে তার তসবি-মালা
আর হাতে বাঁশের বাঁশরী,
একই আকাশে ওঠে ঈদের চাঁদ
আবার পূর্ণিমায় মধু-মাধুরী।