সাপ্তাহিক ধারাবাহিকে হরিৎ বন্দ্যোপাধ্যায় (পর্ব – ৮৭)

সোনা ধানের সিঁড়ি
১২৪
জীবনের বেশ কিছুটা পথ হেঁটে এলাম। পিছন দিকে তাকালে দেখতে পাব এমন অনেক মানুষকে যাদের সঙ্গে খুব অল্প সময়ের জন্যে দেখা হয়েছে। মিশতে মিশতে তাঁর এতটাই কাছে গেছি যে তখন মনে হয়েছে এই মানুষটার সঙ্গে আরও আগে দেখা হলো না কেন। আছে এমন কিছু মানুষ যাদের সঙ্গে দেখা না হলেই ভালো হতো। পাশাপাশি এটাও মনে হয়, যা হয়েছে ভালোই হয়েছে। এরাও আমাকে অন্য একটা জীবন সম্পর্কে ধারণা দিয়েছে। এমন বেশ কিছু মানুষকে কাছে পেয়েছি যাঁরা আমাকে অনেক কিছু শিখিয়েছে। খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে ——– তাঁদের হৃদয় অনেক বড়ো। এইসমস্ত মানুষগুলোর সঙ্গে দেখা না হলে জীবন অপূর্ণই থেকে যেত।
জীবনে প্রচুর ঠকেছি। অনেক মানুষ আমাকে ফাঁকি দিয়েছে। তবে যে মানসিকতা ও চরিত্রের জন্যে মানুষের কাছ থেকে ঠোক্কর খেয়েছি সেই মানসিকতার আজও কোনো বদল ঘটাই নি। কারও প্রতি আমার কোনো অভিযোগ নেই। জ্ঞানত কারও সঙ্গে ঝগড়া মারামারি করি নি। কোনো জায়গা আমার অপছন্দ হলে বা আমি কারও অস্বস্তির কারণ হলে নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে এসেছি। কেউ জানতেও পারে নি। অবশ্যই নিজের দোষ দিয়ে। কখনও কোনোদিন মনে হয় নি, আমি শ্রেষ্ঠ। বরং বলেছি, আমি অযোগ্য। সবাই মানাতে পারছে আমি পারছি না কেন !
আজ প্রতি মুহূর্তে নিজেকে সংশোধনের চেষ্টা করি। কয়েক বছর আগে একটুতেই খুব রেগে যেতাম। অবশ্যই সকলের ওপর নয়। আজ আর রাগ করি না। এই যে প্রতিদিন নিয়ম করে ঘন্টার পর ঘন্টা নির্জনে চুপচাপ বসে থাকি ——- এই আমার শিক্ষক।