T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় হরিৎ বন্দ্যোপাধ্যায়
by
·
Published
· Updated
গর্ত
দূর থেকে বোঝাই যায় না গর্ত আছে। গর্ত নিয়ে অনুমান ছড়ায় না অথবা ছড়ালেও তা গর্ত থেকে কয়েক যোজন দূর দিয়ে বেরিয়ে যায়। গর্তে কোনো যাওয়া আসা নেই। কোন আবহাওয়ায় গর্তে পায়চারি সম্ভব তা নিয়ে কোনো পরমাণু গল্পও নেই। পা চালিয়ে এসেও অন্ধকার নেমে আসে। গর্তে যাব এটাই শুধু ভেবেছিলাম। অন্ধকার দিয়ে এসে অন্ধকার উবে যায় চোখ থেকে। বুঝতে পারি চোখ থেকে এই অন্ধকার আসে নি। ফিরে আসা নেই বলে বসে যাই। চোখের অন্ধকার নিয়ে চুপ থাকি, হাত পা নাচাই না। নিজেকে আলগা করে রাখলেও বুঝতে পারি ভারি হয়ে ডুবে যাচ্ছি আর চোখের অন্ধকার সরে সরে যাচ্ছে।