যে লেখে সে আমি নয়__কবি বলে
তবে কে সে ?
আমার সমস্ত অভিযোগ সে ধার চায়
আমি যে তখন মহাকাশে যন্ত্রাংশ লাগাই
ঘোর অন্ধকারে একা ছুটে গেল কে?
আমি কি তাকে চিনি…রহিমের ভাই নাকি ভাইয়ের বন্ধু, একদিন শোষণহীন সমাজ চাইতে গিয়ে
তার কাকা হারিয়ে গিয়েছিলো কবে
সেই একাত্তরে …বাজি ফেলে দামোদরের গহ্বর থেকে সোনা তুলে আনতো যে জলকন্যা
আজ সে ভিখারিনী
আমি মুখ ফিরিয়ে নি , বিষাদের কোনো অনুষঙ্গ
আমার সহ্য হয় না…
যে লেখে সে আমি নয়…কবি বলে
কখনও দেখেনি তারা কবির কলম …