|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় হরিৎ বন্দ্যোপাধ্যায়

টুনটুনি পাখি
টুনটুনি পাখিটা
ফুড়ুৎ ফুড়ুৎ করে এডাল ওডাল হয়ে
একেবারে পেয়ারা গাছের মাথায়
এখন টুনটুনির মুখ দেখে মনে হচ্ছে
সে এভারেস্টের চূড়ায়
তুমি যা বলেছ
তাকে উত্তর মনে করো না
ঠিক বেঠিক ভাবারও কোনো প্রয়োজন নেই
তুমি কথা বলে খুশি তো ?
যাও এইবার একটু মাঠ থেকে ঘুরে এসো।