জন্মাষ্টমী স্পেশাল এ হরিৎ বন্দ্যোপাধ্যায়

প্রদীপের দিকে
প্রথম দেখার দিন
তোমার চারপাশে কেউ ছিল না
স্থির চোখে আঙুল তুলে বলেছিলে —
আমার পৃথিবী
আজ দূরের টেবিলে
তোমাকে ঘিরে অনেক চায়ের কাপ
কোনো কোনোদিন কাঁচের গেলাস
আজ
বড় অস্থির তোমার চোখ
বিকেলের আলোও পড়ে এলো
এবার কিছুক্ষণ অন্তত স্থির চোখে
প্রদীপের দিকে তাকাও।