কবিতাতে প্রেম ই সত্য অক্ষরে ছন্দে চিত্র কল্পে
প্রচার প্রসার, কলেজস্ট্রিটের হাওয়া যারা খায়নি কখনো তাদেরো সিদ্ধি এখানেই থাকে
শুরু হয় প্রথমে ছোটকাগজে পরামর্শ থাকে
তারপর বড় গাছে নাড়া বাধা, প্রথমে দুচারজন
বন্ধুবান্ধব তারপর জি.পি.তে বাড়তে থাকে
ফেসবুকে অন্তত দুহাজার লাইক কমেন্ট শেয়ারের জালে শেষপর্যন্ত কবিতা হারিয়ে যায়
বালুকাবেলায় …..
কবিতায় ডুবে গেলে সংসার উচ্ছন্নে যায়
জীবনানন্দ দাশ তার প্রকৃষ্ট প্রমাণ
আরো আছে বিনয় মজুমদার থেকে নির্মল হালদার নিরূপায় মোহজালে আলোকসখার টানে যাদের সংসার ই হলো না …
নাটক শিল্প গান যে কোনো শিল্পেই এই হাল
তবু কবিতা মৎস্যকন্যা ,কবিতা বিষধর সাপ
মাথার মণি পেড়ে আনার জন্য রাতজাগা
হরফে হরফে নিয়ে যায় কবিকে মৃত্যু সীমানায় …