কথাটা কিন্তু সত্যি
ডান আর বাম আপনি যে গানই গান
বিপ্লব আর লড়াই আর খাদ্য
খেতে না পেলে আপনার পরিবার ও
বাজাবে না আর বাদ্য
একথা আমায় শিখিয়েছিল দোমড়ানো এক বৃদ্ধ
আমার বাবা
সময় যতই এগিয়েছে
বুঝেছি এরই নাম পীথাগোরাস, এটাই স্বতসিদ্ধ
লম্ব ভূমি অতিভুজ আপনি যতোই ডিফেন্স খেলুন , যতোই ঢাক পেটান
যতোই বলুন মৃত্যু হলে মানুষ
পুরোটা মরে যায় না
আমি বলি যায়, এবং পুরোটা মরে যায়
পড়ে থাকে প্রণম্য অগ্নি আর একটু খানি ছাই
কথাটা কিন্তু সত্যি
কেউ দেখে না, পড়ে থাকে
আগুন এবং ছাই…..
২| শব্দহীন
শীতের প্রথম রাত , হাওয়া বইছে খুব
শনশন শনশন , চেয়ে দেখি বন্ধুদের বৃত্ত থেকে
কেটে পড়েছে যে যার মতন
শেষ পর্যন্ত কেউ নেই কিছু নেই
বলতে যা বাধা নেই
দেখতে দেখতে শেষ হয়ে এলো
নরমেধ যজ্ঞ চিলেকোঠা ঘরে
অবেলায় গোলাপ টবের পাশে ছড়িয়ে আছে রক্তবিন্দু গুলি
রাতের পাখি উড়ে যায়, কোথায় কোনখানে
শব্দহীন তীর্থ পথে আজ লেগেছে উৎসব ….