T3 || কোজাগরী || বিশেষ সংখ্যায় হরিৎ বন্দ্যোপাধ্যায়

বন্দিদশা
বন্দি হওয়ার দিনেও আকাশ গভীর হয়ে আসে
তোমার সিদ্ধান্ত স্পষ্ট হলো কিনা বোঝা গেল না
তাছাড়া বন্দির উৎসমুখ থেকে কি বার্তা উঠে আসে
তুমি কি কিছু পার হয়ে গেলে?
অথবা এতদিনের বিশ্বাসের মুখে ঝামা ঘষে দিতে পারলে?
কোথাও কোনো কিছুরই বদল ঘটল না
বরং তুমি একটা বিশ্বাসের ওপর দাঁড়িয়ে
উড়ে গেলে নতুন বাতাসের দিকে
আবারও এক বন্দিদশা
শত পাখনায় উড়ে ঘুরে বেড়ালেও
নতুন বিশ্বাসের বিন্দু থেকে
কোনো কিছুই তোমার চোখে পড়বে না।