T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন গৌতম তালুকদার

এরূপ দর্শনে
শুকনো পল্লবের মায়া ভুলে অরণ্যে,
সেজে ওঠে শাখায় শাখায় নব পল্লবে।
পলাশ রাঙানো ফাগুয়া বেলায়,
মনো হারা কোকিলা’র অবিরাম গানে
বসন্তে আমের মঞ্জরী’র লুটোপুটি যায়।
চেনা অচেনা পাখির ডানায় লেগেছে রং,
খেলছে হোলি বাঁধন ছিড়ে,হারিয়ে যেতে।
বিলাসী মেঘ,সেও চলেছে দূর বহু দূর,
চৈত্রির সর্বনাশা দিনে অচেনা অজানায়।
এরূপ দর্শনে ঘরে থাকা নিদারুণ দায়।
মাঝে মাঝে অভিমান আমারো যে হয়
হাক্লা কাঁটা ছুঁয়ে দেয় কোমল অন্তর,
কৃষ্ণচূড়া লালে লাল চেয়ে থাকে যমুনায়।
তবু যন্ত্রণা ভুলে দেখি নব বৈশাখ-
বয়ে আনে জৈষ্ঠ্যের রসালো সময়
মরে যেতে যেতেও এভাবেই বেঁচে থাকা
ভালো থাকা ভালোবাসা প্রকৃতি ঘিরে
প্রেমের জোয়ার আনে শ্রাবণ ধারা।