T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় গৌতম তালুকদার

নির্বাক চেয়ে থাকা
জানি,কেউ অপেক্ষায় থাকবে না।
বাউন্ডুলে জীবন,স্রোতে ভেসে যায়,
শাসন বাড়ণ,বাঁধন হীন,অবাধ্য যাপনে।
উদাসীন মস্তকের ঘিলু’তে যেসব পোকামাকড় বসবাস করে এদের বেশি ভাগ-
জোৎস্না গিলে খেয়ে,নতুবা পথ ভুলে গেছ।
জ্বলে,পুড়ে,সেক দাগে তামা হয়ে ঝলসে
যাওয়া রস কষ হীন একটা শরীর;
আলো আঁধারি বাঁকের মুখে দাঁড়িয়ে থাকে, গনগনে আঁচে রসালো মন নৌকা।
নদী বুক ভাসাতে না ভাসাতে’ই আকাশ-
মেঘে মেঘে তছনছ করে দেয় ঝড়।
শহরে,রাজপথে,সমুদ্রের কোলে ভোর এলে
সূর্যের প্রখর তেজ দাঁতের ক্যারামতি দেখায়।
ঝাউ পাতা,লতাগুল্ম নিগড়ে দিতে বুনো গন্ধ
এক মাত্র মাটি ধরে রেখে শিকড়,
ঝুঁকে পড়া গাছটি কবিতার রস পেতে;
নির্বাক চেয়ে থাকা বিশ্ব কবিতা দিবসের জন্য।