প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে গৌতম তালুকদার

তুমি কবিতা তাই

 

না রাখলে মনে –
অস্বীকার করলে আমাদের ভালোবাসা !

তবু আমি সযন্তে খোদাই করে রেখে যাবো আমার লেখার পান্ডুলিপি তে আমার প্রেম ।

দেখেনিও একদিন ইতিহাস রচনা করবে
আমার পান্ডু লিপি।

কেন জানো ?
জানি, জানো না ।

তুমিই যে থাকবে আমার পান্ডুলিপিতে।

এ আমার দৃঢ় বিশ্বাস ।

তুমি কবিতা তাই ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।