T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় গৌতম তালুকদার
by
·
Published
· Updated
আমার রবীন্দ্র নাথ
পৃথিবী আজ অসুস্থ।তবু বাংলার আকাশ বাতাস
মুখরিত হয়ে উঠবে বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের শুভ জন্মদিন ২৫শে বৈশাখ উপলক্ষে।
বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর এই নাম বাঙালি জাতির রক্তের শিরায় শিরায় খরস্রোতা নদীর মতো বয়ে যায় সেখানে কোন জাতি র্ধমের
ভেদাভেদ থাকে না। যদিও এবছর করোনা
মহামারির ভয়াবহ অবস্থার কথা মাথায় রেখে প্রতিবছরের মতো পাড়ায় পাড়ায় স্কুল কলেজে
ক্লাবে রবীন্দ্র জয়ন্তী পালন করা সম্ভব হবে না।
তবু কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে কোন প্রকার কাপূর্নতা হবে না বলেই আমি আশাবাদী।
আমদের ছোট বেলার কথা মনে পড়ে, আমরা এই দিন টির অপেক্ষায় থাকতাম,পাড়ার ক্লাব স্কুলে তখন রবীন্দ্র জয়ন্তী পালনের যে অনুষ্টান হতো,সেখানে কবির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে অনেক আগে থেকেই আমরা নাম লেখাতাম কবিতা আবৃতি প্রতিযোগীতার জন্যে।
সারা বছর বরীন্দ্র নাথ কে নিয়ে তেমন ভাবে ভাবতে না পারলেও ২৫শে বৈশাখের দিনটিতে যেন রবীন্দ্র নাথ স্বয়ং নিজেই এসে বলে দেন মনে করিয়ে দেন আজ ২৫শে বৈশাখ ।অমনি ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখা গুরুদেব ছবি খানা নামিয়ে ,ধুয়ে-মুছে ,ফুল চন্দন ,মালায় সাজিয়ে ধূপ জ্বেলে মনে মনে আবৃতি করতে থাকি-
“কৃষ্ণকলি আমি তারেই বলি ,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলা দিনে দেখেছিলাম মাঠে
কালো মেয়ের কালো হরিণ -চোখ”।