T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় গীতশ্রী সিনহা

ভবঘুরের ডায়েরি
তুমি শিল্পের কারিকুরি…
হাওয়ার মসৃণ স্রোত ছবি আঁকে বালুচরে,
তাই দেখে শালিকের টিপছাপ দেয় নরম ধুলোয়,
গাছ হাসে হা হা ক’রে,
শত বাসা পাখি পতঙ্গদের নিয়ে
ঘোর কৃষ্ণরাতে শান্তিতে ঘুমোয়…
তুমি ভাঙনের মিয়া-কি-মল্লার…
ভেতরে অচিন গড়ে আঁকাবাঁকা ভুল আর
ঠিক গলিপথে ঘুরে মরা,
সাথে ভয়, কি জানি গুমখুন হতো যে কুঠুরিতে
সেখানেই চলে যাচ্ছি কিনা।
গড় যেমনই হোক, বাঁকা লাঠিটির
শরীরেও একদা সবুজপত্র অঙ্গীকার ছিল,
আজ তার থেকে বিভূতি নির্গত হচ্ছে,
সাক্ষ্য দিচ্ছে সে লক্ষ ঘটনার —-
মুঠি আঁকড়ে যে মানুষ ফিরে যাচ্ছে
ওকে নিয়ে নিরুদ্দেশে—
তার পিছু নিতে হবে হয়তো এবার—