কবিতায় গীতশ্রী সিনহা

জীবন-চিহ্ন

কেন তুমি কথা কেড়ে নাও কর্কট?
আর নয়-নোনাস্বাদ
যদি চোখ জিহ্বার ব্যাকারণ মানে
স্বাদ নাও, কথা কও
এভাবেই সম্ভোগ-জিহ্বাই এসবের কৌশল জানতো।
হাত তোলা মুদ্রায় বলো—
প্রতিবাদ, সমর্থন, আড়ি-ভাব
শ্রোতাগণ শুনে যাও—
কথা আজ ভাষা বদলের, মুদ্রায় ইঙ্গিত
নয়া-শতকের স্লোগান
উচ্চারণ দোষে কোনো ভুল নয়, স্তাবকতা নয়,
শত্রু চিহ্নিত নয়, দলবদলের গান নয়
শুরু হলো হাবাবোবা জীবন -চরিত।
এপিটাফ
মানুষটা বুঝতে পারলো তাকে এবার চলে যেতে হবে
সবই ঠিকঠাক থাকবে, শুধু থাকবেনা সে
ব্যবহার করা জিনিস, ফাঁকা চেয়ার, টুকরো স্মৃতি বলে দেবে…
একদিন সে এখানে থাকতো, একদিন…
বিষাদময় স্মৃতিসভা বসবে, দু’লাইনের খবরও হবে
শত্রুরা বলবে, ‘ভাইসব, সে কতো ভালো ছিলো।’
পরিচিতদের চোখ দিয়ে নেমে আসবে জল, শব্দহীন-জল
এসময়ে এসব হওয়ার কথা ছিল না …
সে তো জীবন চেয়েছিল, জীবনকে কাজে লাগাতে চেয়েছিল
অসমাপ্ত কাজ ছিল, ভালোবাসা ছিল, ছিল স্বপ্ন।
নেপথ্যে
কে যেন বলে চলে— “একটা নতুন স্তবকের জন্যে এগিয়ে চলো,
পড়ে থাক অতিরিক্ত দৃশ্যাবলী।”

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

1 Response

  1. Tanuja Chakraborty says:

    খুব ভালোলাগল কবিতাটি।চমৎকার লিখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।