কাব্যানুশীলনে গৌতম সমাজদার

উৎসর্গ

আধ ফোটা জ্যোৎস্নায়,
এলোমেলো পোষাকে,
তোমার অনাবৃত দেহ বল্লরী তে-
আমার ভালবাসার ব্যথা !
সমস্ত জেগে থাকা তমসা-
জেগে উঠে উৎসর্গ করি তোমাকে।
তোমার ছায়া ছায়া কায়া-
আহ্বান করে রোদ্দুর,
আমি তো রোদ্দুর হতে চাই!
নতুন ভোরের আশায় !
নতুন ভালবাসায় ভরাতে চাই তোমাকে ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।