T3 || Valentine’s Day Special || সংখ্যায় গৌতম রায়

পৃথিবী – প্রেমিক
জলের আশ্চর্য ত্যাগ স্বীকার
নিজেকে অপসৃত করে নৌকোকে দেয় জায়গা
ভারি হাওয়া ওড়ায় ভালোবাসা
শুষ্ক বাতাস ধরায় চিড়
লাবণ্য ধরে রাখতে পেট্রোলিয়াম জেলি বাড়ায় হাত
জলের উপর এ রোদ-আগুনের সঞ্চার
বিশ্ববিধাতার জয়টীকা গড়ে সময়
জায়মান নৌকো দেখায় পথ
পথিক হওয়ার স্বপ্নে দৃষ্টিপথের অ্যারোমা আঁকে জলরোদের ভালোবাসা বুনন।
আছে জালের শিকার কৌশল
আছে পাখনার আত্মরক্ষা বাইচ, তবু ভালোবাসা যমুনায় একদিন
জল নৌকো মাঝি সূর্য কদম মাছ পরিযায়ী ভুলে ধরা দেয়।
সম্মোহনসময় উল্কিতে ভরায়
এক একটি গ্যালারি,
পৃথিবী এক আশ্চর্য মিউজিয়াম
পাতা ওল্টালে ভালোবাসার পূর্বরাগ অভিসার মিলন মাথুর স্বপ্নবাস্তব –
এসব ভ্যালেন্টাইন মনে হয়,
আজীবন বারবার এই প্রেমে হৃদয় রাখি
নিজেকে পৃথিবী-প্রেমিক মনে হয়।