কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম রসুল

অনন্ত অবধি ডানা
পাহাড়ে টাঙানো একটি শহর
পাখিরা উড়ছে
আর আমি নৃশংসতা দেখছিলাম
নদী একটি মাতাল গায়কের সুরের মতো বয়ে যাচ্ছে
আমাকে ছেঁদা করে নিয়ে
ছদ্মবেশে সময়
সূর্যের চারদিকে আকাশ কিছুটা থেঁতো করা
জাহাজের উঠোনে উদ্ভিদের পাতার মতো আমাদের গার্হস্থ্য ভালোবাসা
হাতের অনুভূতি দিয়ে অনন্ত অবধি ডানা
রূপান্তরিত আমরা ভেসে যাচ্ছি