হৈচৈ ছড়ায় গোবিন্দ মোদক
by
·
Published
· Updated
বাঘের মাসির জ্বর !!
বাঘের মাসির জ্বর হয়েছে তিন চার বা পাঁচ ,
চিতা ডাক্তার বলল হেঁকে– খাওয়া বন্ধ মাছ !
সাপ বৈদ্য নাড়ি টিপে বলল অনেক ভেবে ,
রোজ দু’বেলা নিমের পাঁচন ভক্তি-ভরে নেবে !
শিয়াল কবিরাজ বলল ভেবে ব্যাপার গুরুতর ,
রোজ দু’বেলা বরফ-স্নানে পালাবে কঠিন জ্বর-ও !
বিড়াল আর কি-ই বা করে একে মাছ খাওয়া বন্ধ,
তার ওপরে নিমের পাঁচন !! কী উৎকট গন্ধ !!!!
সেইসঙ্গে দু’বেলা মাথায় বরফের চাঁই ধরে,
দেড় ঘন্টা স্নান করলে ঠিক যাবে সে মরে !
অবশেষে তাই প্রাণপণ ছুটে বন থেকে পালালো ,
অনেক রাস্তা মাঠ পেরিয়ে এক লোকালয়ে এলো !
সেই থেকেই লোকালয়ে আছে বনেতে ফেরেনি আর,
জ্বর-ও গেছে বেমালুম ছেড়ে আর হয়নিকো তার !!