|| আজ সারাদিন শুধু গৌরাঙ্গ মিত্র || কবিতা পাক্ষিক থেকে
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
এক লাইন দু-লাইন
ভঙ্গুর
কাচের বাসনের চেয়ে ভুলগুলাে অধিক ভঙ্গুর
আকাশ
এক লাইন আকাশ জুড়ে ইচ্ছাদের আনন্দের উড়ান
আলাে
জ্বলে উঠবার পর প্রথমে খুজবে মরমি দুটি চোখ
নুপুর
নিক্কণ স্তব্ধ হলে নূপুর একাকী নিঃসঙ্গ নির্জন
মেঘ
শস্যের সবুজ মাঠ আর ছাতাহীন মাথা যার বড়াে প্রিয়
ভােজন
একদিকে মাংসাশী প্রেম
অন্যদিকে নিরামিষাশী ক্ষুধা
শান্তি
শান্তির জন্য সাদা পায়রা আছে।
তােমরা কেউ কি আছে?
বাতাস
অগ্নি কোণ বা ঈশান কোণ দিয়ে আসুক
প্রগাঢ় নিদ্রা চায় শীতল বাতাস।
নদী
অবসন্ন নৌকার উপর দিয়ে
বয়ে যায় অলৌকিক নদী