|| আজ সারাদিন শুধু গৌরাঙ্গ মিত্র || স্মৃতিরাই সুন্দর থেকে

হাসি

আশেপাশে ছড়িয়ে আছে
অজস্র হাসির উপকরণ,
চাইলেই তুই হাহা, হিহি, হােহাে।
নানা সুরে হেসে উঠতে পারতিস,
তুই বলতে পারতিস : ‘একটু রােসাে ভাই,
হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল।
কিন্তু জানি, তুই হাসবি না,
দাঁতে দাঁত চেপে হাসি আটকে রাখবি,
কেননা তার পঞ্জিকা লিখেছে :
.                  অমাবস্যায় একবার আর
.                  পূর্ণিমায় একবার
.                  ফিক করে হাসা
.                  শাস্ত্রসম্মত
.                  এবং
.                  স্বাস্থ্যসম্মতও।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।