মার্গে অনন্য সম্মান গোবিন্দ মোদক (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১০৯
বিষয় – শিশির বিন্দু
আর একটা শিশির-বিন্দুর জন্মদিন
হয়তো এভাবেই এসে যাবে তোমার আর একটা জন্মদিন।
নক্ষত্রে ভাসা রাত্রির খোলস পুড়িয়ে
জন্ম নেবে আশ্চর্য অনুভূতির মৎস্যকন্যা
জল-মাটির নিবিড় সম্পর্কের ঘ্রাণে প্লাবিত হবে চরাচর।
শুনেছি কৃষ্ণ রাধাময় হলে বাঁশি বাজায়,
বুঝি তেমনই কোনও আশ্চর্য সুর
মাখামাখি হবে ভোরের আঙিনা জুড়ে
জানলার বাইরে বিন্দু বিন্দু জল
শিশিরের জলদাগ ….
রাত্রির মোহময় কান্না ….
তোমার দু’গালে এসে পড়বে প্রথম রোদ্দুর
আর অবসাদের শিকড় ত্যাগ করে
পাখিরা গেয়ে উঠবে “শুভ জন্মদিন!”
ওরা জানে না প্রতিটি জন্মদিন মানেই
মৃত্যুর দিকে আরো কিছুটা এগিয়ে যাওয়া।