T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় গোবিন্দ মোদক

কথা বলা নদী
নদীর পাড়ে দাড়িয়ে আছি
নদীর পাড়ে একা
ভাঙন যদি আসে আসুক
হবে চোখের দেখা!
“কথা বলা নদী” বাজে
ছলাৎ ছলাৎ সুরে
খড়-কুটোরা ঐ ভেসে যায়
কাছে থেকে দূরে!
একলা নদী সাঁতার কাটে
নিজের জলে একা
সাত সমুদ্র পেরিয়ে তবু
বুকটা ফাঁকা ফাঁকা!
দেখা হলে নদীকে বোলো
আসতে গাজন মেলায়
সুযোগ পেলে নদীর সাথে
পার হবো গাঙ ভেলায়!