T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় গোপা মুখার্জি

বাঁধনহারা
নাম আমার অচিন পাখি,
দেবলোকে থাকি
ফিরছি আমি ঘুরে ঘুরে
ইচ্ছা হলেই ডাকি।
ছিলাম আমি খাঁচা র ভিতর
অনেক বছর ধরে
পেয়েছি শান্তি ,পেয়েছি মুক্তি,
আর কাঙ্খিত যা ছিল মনে।
মুক্তির স্বাদ রড়োই মধুর
বাধা কোথাও না পাই।
ঘুরে বেড়াই এদিক ওদিক
যেথায় যেতে চাই।
এমনি করেই কাটছিল দিন,
বেশ তো ভালোই ছিল,
তবে হঠাৎ করে কোথা থেকে কান্না এত এলো??
ভেবেই পাই না!কীসের দুঃখ,কীসের কষ্ট,
হচ্ছে আমার একি??!!
বাঁধনহারা জীবন তো !
তবে সুখ দিলো কি ফাঁকি? ?!!
সব কি তবে ছকে বাঁধা নিক্তি ওজন করে!
যতটুকু প্রাপ্য তোমার ততটুকুই পাবে ?!!
বুঝলোই যখন পাখি, তবে শেষ করি এই গল্প
একা থেকে সুখে বাঁচার মেয়াদ অতি অল্প।