আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ গোবিন্দ মোদক

যে সব কথা বলা হয়ে ওঠেনি কোনওদিন
যে সব কথা বলা হয়ে ওঠেনি কোনওদিন
ভাবা হয়ে ওঠেনি তেমন করে
আজ তারাই আমার পথ আটকালো
আর গাঢ় অভিমানে বলল – ‘মনচোর’!
অথচ ভেবে দেখলাম ‘মনচোর’ শব্দটির সঙ্গে
আমার তেমন কোনও আলাপ নেই
যা দিয়ে দু’এক ছিলিম তামাক
বিনিময় করা যায়
কিংবা বিশ্রম্ভালাপে আঁকা যায়
কল্পিত কোনও মুখের ছবি।
অতএব বুকের নিভৃতে
কোনও গান বাজলো না
ঝংকার তুললো না কোনও নূপুরের বোল
শুধু কম দামি একটা ঘরোয়া পর্দা
হাওয়ায় দুলতে লাগলো এলোমেলো ছন্দে।