কবিতায় পদ্মা-যমুনা তে গাফফার মাহমুদ (গুচ্ছ কবিতা)

১| ল্যান্সডাউনের বাড়ি, নির্লিপ্ত মিলু

নিমগাছ বাড়ির উঠোন ধূসর জানালার কাঁচ দিয়ে উঁকি তোলে আবদ্ধ স্মৃতি
একতলার পাশের বাড়িতে থাকতেন বরিশালের জীবনানন্দ দাশ
ভীষণ হৈ চৈ ভাড়াটিয়ার উপদ্রব, ক্রমশ গান-বাজনায় ক্ষতিগ্রস্ত কবি
সিনেমা ট্রেলারের মতো কেটেকুটে চুম্বক অংশ হতো কবিতার
মহাকবি দান্তে-রবার্ট ফ্রস্ট প্রতীচী কবিতার মোহগ্রস্ত পাঠ
কালোট্রাঙ্কে ফুটনোট কিছু কবিতা টুকে রাখতেন দৈনন্দিন খাতায়
ক্লেদাক্ত বুকে সয়ে যান শত ক্লেশ উর্বরিত শব্দে বুননে শিল্পীত কবিতা
নৈকট্যপূর্ণ সম্পর্কের কথা সুরজিৎ দাশগুপ্তের কাছে লেখেন অনায়সে।
ইচ্ছে মতো ট্রামে ঘুরতেন প্রিয় শহর কোলকাতাতে ‘ মহাপৃথিবী ‘ র কবি
ল্যান্সডাউনের বাড়ির জানালার কাঁচ ধূসর চোখে উঁকি ‘ হায় চিল ‘
ভোরের কাক, দোয়েলের শিস, স্মৃতিমধুর বগুড়া রোড, প্রিয় বরিশাল
অকপটে লিখে যান নক্ষত্রপুঞ্জ ধূসর পান্ডুলিপি নির্লিপ্ত মিলু।

২| একদিন হেনরী স্বপন, জীবনানন্দ দাশ

কুড়ি-কুড়িটি বছর আগে কবিতার ভেনিস বরিশাল
হেঁটে যাচ্ছি সদর রোড, অশ্বিনীকুমার টাউন হল
নির্জন স্বাক্ষী বয়েসী রিকশাওয়ালা শহরের পথ
আবহমান বাঙলার কৃষ্ণচূড়ার প্রজ্জ্বলিত লাল ফুল
কিছুটা পথ হেঁটে যাই চেনা শহর ; মিশনারী রোড।
ঘোড়া সমারূঢ় গোধূলি সন্ধির নৃত্য দেখি কবিতা সম্মোহনে
একই পথ-ঘাট, মিছিলে শ্লোগান তুলি জনান্তিক সময়ের কাছে
কতোদিন যাওয়া হয়না স্মৃতিরোদ বিএম কলেজ!
এখনও অবসাদে পড়ে আছে জীবনানন্দের চেয়ার
বারান্দার করিডোরে রৌদ্রের ঝিলিক তোলে ধূসর পাখিদল।
মৃত্যুর আগে মাঠের গল্প উৎসবে আয়েসী পুকুরপাড়
জীবনানন্দ বাবু বসতেন নিমজ্জন অন্ধকারে
কতো কী গল্প অকপটে বলে যান, কবি হেনরী স্বপন
সিন্ধুসারসমেঘ নক্ষত্র এঁকে চলে পৌঢ় বৃক্ষ সারথি
লাবণ্যদাশ বুকে বারোমাস ক্যাম্পে আয়োজন স্মৃতিকোরাস পান্ডুলিপি
প্রিয় শহর বরিশাল গেলেই—–
বগুড়া রোড, পলেস্তারা খসা সুনশান দালানকোঠা
চোখ তুলেই তাকাই দৃশ্যত কবিতাকথা উঁকি দেয় বুকে
সেদিন এ ধরনীর কবিতার পিরামিড এখনও গড়ে তুলছেন নতুনের কবি।
একদিন ধানসিঁড়ি চরে বুনো হাঁস শঙ্খমালা জলের গড়াগড়ি
স্মৃতিমখমল দূর্বাঘাস দুষ্ট ছেলেদল ডুবসাঁতারে কতো মুখ
প্রিয় হেনরী স্বপনের চা-খানার আড্ডায় ঝড় তুলবে চায়ের কাপে চুমুক-চুমুকে…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।