T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় গোবিন্দ মোদক

শারদ আলোর ঝলকানি
বর্ষণক্লান্ত মেঘগুলো ধীরে ধীরে
চলে গেছে ভরন্ত নদীর ওপারে –
ডাহুকের ডানার মতো ফুরফুরে আকাশ
টাঙিয়েছে তার নীল শামিয়ানা –
তার নিচে অসংখ্য পেঁজা মেঘের মন্থর যাতায়াত
খালে-বিলে উপচানো জলে অগুন্তি শাপলা-শালুক,
দিঘী-জলে গুটিকয় স্ফূটনোন্মুখ পদ্মকলি,
ওপার থেকে হাতছানি দেয় কাশের দল,
হাওয়ায় মাথা নাড়ে;
এসময় শিউলির কোথাও যাওয়ার তাড়া নেই,
নিয়ম করে ভোরবেলা ঝরে পড়াই তার কাজ।
ওদিকে রূপের হাট জ্বেলেছে জবা টগর স্থলপদ্ম।
শিশিরের মুক্তোদানা ঘাসের বুকে আলোয় হাসছে।
একটা নিঃসঙ্গ নীলকন্ঠ পাখি
উড়াল দিয়েছে সকালের আলোয়,
তার ডানায় মায়ের আগমন বার্তা …
কোথাও বুঝি খঞ্জনি বাজছে;
আর বাতাস বেহাগের সুরে
নিপুণ হাতে টানছে তার বেহালার ছড়,
প্রকৃতি জুড়ে অলৌকিক সংগীত
এসো মেখে নিই শারদ আলোর ঝলকানি।