কবিতায় পদ্মা – যমুনা তে গোলাম কবির

প্রেমিক ছেলেটির চোখে
কাজল কালো দিঘির জলের ঢেউ
নিত্য খেলা করে মেয়েটির চোখে,
দীঘল কালো চুল তার
যেনো অনন্ত নক্ষত্রবিথি!
তার ছায়াপথ ধরে হেঁটে আসে
ভালোবাসার বোধিবৃক্ষের নিচে
ধ্যানমগ্ন বসে থাকা
প্রেমিক ছেলেটি তাকে দেখে।
ছেলেটি তখন ভালোবাসার
গাঢ় আবেশে মগ্ন!
তার দু’টি চোখে
সমস্ত পৃথিবী যেনো
থমকে থাকে সেই
কাজল কালো দিঘির
জলের ঢেউয়ের মতো
মেয়েটির চোখ!
ছেলেটি তখন অবাক বিষ্ময়ে
অভিভূত হয়ে আবিষ্কার করে
এই জগতে শুধুমাত্র প্রেমই
সত্যি এবং সুন্দর!
এর বাইরে যা কিছু আছে
তার সবই যেনো
সেই কবেকার প্রস্তরযুগে
দেখা প্রগাঢ় অন্ধকারে
ঢাকা পড়ে আছে অনন্তকাল!