কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

এতোসব নেই এর মধ্যে
কাউকে হৃদয়ের
খুব কাছে
আসতে দিতে নেই!
দিলেই একদিন
চোখের কোন বেয়ে
নেমে আসা একবর্ষার
পাহাড়ি ঢলে
প্লাবিত হবে।
কাউকে ভালোবাসি
বলতে নেই!
বললেই একদিন
অপ্রেমের আর্তনাদে
হৃদয় বিদীর্ণ হবে।
সুখের তালাশ
করতে নেই!
তাহলে একদিন তুমি
দুঃখের সন্ধান পেয়ে যাবে!
তারচেয়ে এতোসব নেই
এর মধ্যে মনে করো
ভালো আছো!
দেখবে সুখ
তুমি পেয়ে গেছো!