কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

হে সারমেয় স্বভাবের পুরুষেরা
বাংলাদেশে ফেসবুকের সর্বাঙ্গ জুড়ে
চলছে টিপের গুঞ্জন ও মাতামাতি ভীষণ!
এই সুযোগে ভাইরাল সেই পুলিশ ব্যাটা
আর শিক্ষক লতা সমাদ্দার দিদি!
সবাই ভাবছে যে, সমস্যা মহিলাদের
কপালের টিপের জন্যই ছিলো!
আসলে তা নয়ই, এ আমি
নিশ্চিত করে বলতে পারি।
যে কোনো উসিলায় নারীকে
করতে হবে লাঞ্চনা, দিতে হবে কষ্ট,
করতে হবে উত্যক্ত এবং সুযোগ পেলেই
নিজের কুত্তা স্বভাবের প্রকাশ ঘটাতেই হবে
এটাই আমাদের নষ্ট ভ্রষ্ট পুরুষদেরই
গৌরবময় এবং শৌর্যবীর্যতার পরিচায়ক!
হে সারমেয় স্বভাবের পুরুষেরা –
এখনো সময় আছে!
নিজের সারমেয় রূপ
ঝেড়ে ফেলে মানুষ হও!
তা না হলে হয়
বনে থাকো পশু হয়ে
নয় তো চিড়িয়াখানাই হোক
তোমার ঠিকানা,
মানুষের মাঝে নয়!