কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

একদিন আমি
একদিন আমি ছবি হয়ে যাবো
দেয়ালে সাঁটানো ফ্রেমে বাঁধা।
একদিন আমি কারো চোখে হয়তো
অকারণেই জল নিয়ে আসবো
স্মরণের বালুচরে ধূ ধূ শূন্যতায়,
একদিন আমি হয়তো কারো হঠাৎ
চিন্তার মাঝখানে এসে
মন খারাপের কারণ হয়ে যাবো।
একদিন হয়তো আমি তোমাদের
ছেড়ে চলে গিয়েও রয়ে যাবো
তোমাদের স্মৃতির পাতায়,
একদিন আমি ঠিকই চলে যাবো
যেতে না চাইলেও।
একদিন আমি তোমাদের মনখারাপের
বারান্দায় দাঁড়িয়ে আমার কবিতার
মাঝে থেকে তোমাদের ভালোবাসতাম
সে কথা মনে করে দেবো।