কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

” আমি অভিশাপ দিচ্ছি “
তোমরা যারা ১৯৪৭ এর আগে পুরো বাংলায়
সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে দিয়ে বাঙালি
হিন্দু মুসলমান কে পরষ্পরের শত্রু বানিয়ে
ফায়দা লুটেছিলে সেই তোমাদের
আমি কঠিন অভিশাপ দিচ্ছি!
যারা ১৯৪৭ এ শুধুমাত্র ধর্মের ভিত্তিতে
দেশভাগ করে বাঙালিদের হৃদয় চুরমার
করেছিলো আমি তাদের অভিশাপ দিচ্ছি!
যারা বারবারই ধর্মের দোহাই দিয়ে
সংখ্যালঘু হিন্দু, মুসলমানদের দেশত্যাগী
করেছিলো আমি তাদের অভিশাপ দিচ্ছি!
যারা তখন দুইবাংলার জনগণকে
দেশত্যাগে বাধ্য করে বাঙাল নয়তো ঘটি
বলে উপহাস কিংবা তাচ্ছিল্যভরে দেখতো
আমি তাদের অভিশাপ দিচ্ছি!
আমি বুঝি শুধু একটা কথা –
যদ্দুর বাংলাভাষার বিস্তার ,
তদ্দুরই বাঙালিদের, বাংলাদেশ!
রাম, রহিম সবারই ভাষা যদি হয় বাংলা
তবে তারা সবাই বাংলাদেশি – বাঙালি !
( কবিতাটি সারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সকল বাংলাভাষাভাষী বাঙালিদের উৎসর্গ করলাম।)