কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

অথচ ওরা তো জানে না
মাঝেমাঝে মধ্যদুপুরে
মনের গহীনে থাকা
শান্ত দীঘির জলে
ভালোবাসার ঢেউ খেলে যায়।
তোমার জন্য মন কেমন করা
অনুভবের ঝড়ে আমি হয়ে যাই যেনো
ধ্বংসপ্রাপ্ত কোনো প্রাচীন বৌদ্ধবিহার!
যার অতীতের ঝলমলে দিন গুলোর
স্মৃতিচিহ্ন হিসেবে এখনো টেরাকোটার
নকশা করা লাল ইটের দেয়ালে
পরজীবী গাছ গুলো অবিশ্বাস্য ভাবে
তাদের অস্তিত্ব জানান দিচ্ছে সগৌরবে!
কখনো কখনো এখানে ভালোবাসার
অশরীরী আত্মা অদ্ভুত ভয় ধরানো
নাকি শব্দে কান্নাকাটি করে,
বিশাল আকৃতির চামচিকাদের
ডানা ঝাপটে ওড়াওড়ির সাথে
বৃদ্ধ মোটা টিকটিকি গুলো
হেঁটে বেড়ানোর ছলে
আমাকেই ভয় দ্যাখাতে চায়!
অথচ ওরা তো জানে না –
আমিও এখনো ওদের মতোই
ভুলতে পারিনি এইখানে
একদিন ভালোবাসা ছিলো,
কুসুম কুসুম প্রেমের উচ্ছাস ছিলো,
আনন্দের সাতরঙা ঢেউ
খেলে যেতো বুকের গহীন গাঙে
তোমায় ভালোবাসার ভুলের সাগরে ডুবে
নিজেকে ভুলে যাবার আনন্দে।