কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

মানুষ মানেই অসম্পূর্ণ মানুষ
মানুষ কেনো বোঝে না
যে তার একজীবনে
সবকিছু পাওয়া সম্ভব নয়!
মানুষের জীবনে অসম্পূর্ণতা
কিংবা অতৃপ্তি থাকবেই!
সব পেয়ে গেলে তখন তো
পাবার কোনো আকাঙ্খাই
আর বেঁচে থাকবে না,
জীবন তখন ভীষণ রকম
একঘেয়েমি হয়ে যাবে!
পৃথিবীর উন্নয়নের গতি থেমে যাবে!
তাই প্রত্যেকের জীবনেই
কিছু অসম্পূর্ণতা বা অতৃপ্তি থাকবেই!
এইজন্যই মানুষ মানেই অসম্পূর্ণ মানুষ!