কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

বৃদ্ধ হলে
বৃদ্ধ হলে মানুষ হয়ে যায়
যেন রাস্তার ধারে পড়ে থাকা
অচল লাল রঙের পোস্টবক্স।
বৃদ্ধ হলে মানুষ ভীষণ রকম
একা হয়ে যায় যেন সে এক সময়ের
ভীষণ ব্যস্ত কোন পরিত্যক্ত ফেরিঘাট।
বৃদ্ধ হলে মানুষ ভীষণ রকম
মূল্যহীন হয়ে যায় সবার কাছে,
সবকিছু থেকেও আজ সে নি:স্ব
অথচ একদিন ভরা আঙিনা ছিল তার।
সে হয়ে যায় স্রোতহীন কচুরিপানায়
আবৃত কোন এক মৃত নদীর মত,
অবশিষ্ট জীবন কাটে তার বিড়বিড়
করে কেবলই অতীতের সোনালি
অথবা ব্যর্থ দিন গুলোর স্মৃতি হাতড়ে!