T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় গোলাম কবির

উনুনে আশ্রিত হৃদয়
ইলশে গুড়ি স্বপ্ন গুলো
ডানা মেলার আগেই
ভেঙে যায় কাঁচের টুকরোর
মতো ঝনঝন শব্দে।
ইচ্ছে গুলো রাত না ফুরোতেই
শিমুল তুলোর মতো উড়তে উড়তে
ঝরে পড়ে দূরের কার্নিশের গায়!
পোয়াতি নদীর বুকে
দাপাদাপি করতে থাকা
রুপোলি ইলিশের গায়ে উন্নিদ্র রাতে
জ্যোৎস্নার আলো ঠিকরে পড়ে,
মৃদুমন্দ হাওয়ায় ওড়ে তোমার
সুবাসিত খোলা চুল,
আকুল হৃদয় প্রজাপতির মতো
উড়ে যায় তোমার পানে।
উন্নিদ্র রাতে আঁধারের বুক চিরে
জলপ্রপাত হয়ে আছড়ে পড়ে
তোমার একচিলতে ভালোবাসার উঠোনে!
তুমি ফিরেও তাকালে না বলে
ভালোবাসা ফিরে যায় অভিমানে!
নদীর ধারে কাছে কোনো চিতায়
পুড়তে থাকা শবের ধোঁয়া যেভাবে
ঘুরতে ঘুরতে ওড়ে, কঙ্কাল গুলো
সব সশব্দে ভস্মীভূত হতে হতে
একসময় ছাই হয়ে যায় যেভাবে,
ঠিক তেমনি করে স্বপ্নের ছাই গুলো
উড়ে গিয়ে মেঘের সাথে মিশে যায়,
ইচ্ছে গুলো ও তেমনি করে
পুড়তে থাকে বিপুল উল্লাসে!
সেই আগুনের হল্কায় পুড়তে থাকে হৃদয়!