কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

তবুও একটা বৃষ্টি হোক
আবার যখন বৃষ্টি হবে
আমরা তখন খুব করে ভিজবো, কেমন?
আমরা তখন ধুয়ে নেবো
আমাদের হৃদয়ের যতো অভিমান।
আমরা তখন খুব করে ভিজে ভিজে
চুপসে যাবো একদমই টেলিফোন তারের
ওপর দ্যাখা বৃষ্টিতে ভেজা
সেই জোড়াকাক দুটোর মতোন।
তখন হয়তো আমার অথবা তোমার
কিংবা দু’জনেরই জ্বর আসতে পারে,
হয়তোবা সেই জ্বরাক্রান্ত শরীর সু্স্থ হয়ে
হৃদয়ের অবশিষ্ট অভিমান, অভিযোগ
শূন্যে নেমে আসবে অথবা এমনও তো
হতেও পারে – সেই জ্বরে ভুগে আমি
চলেই গেলাম একদমই পৃথিবী ছেড়ে!
তখন দ্যাখার খুব সাধ ছিলো কেমন করে
আর অভিমান করে থাকো কিংবা আমার
বিরুদ্ধে অভিযোগের পাহাড় গড়ে তোল।
আবার যখন বৃষ্টি হবে
আমরা তখন খুব করে ভিজে যাবো,
সেদিন হয়তোবা বৃষ্টি পড়তে পড়তে
একসময় বন্যায় ভেসেও যেতে পারে
তোমার আমার না বলা যতো
অভিযোগ ও অভিমানের লাল
শাহী ফরমান, তোমার চোখের
অগ্নিবৃষ্টি নিভে গিয়ে আসুক না হয়
ভালবাসার তুফান। তবুও একটা
বৃষ্টি হোক ঝমঝমিয়ে সারাটি দিনমান,
আর এভাবে বৃষ্টিতে ভিজেই না হয়
তোমার সেই অভিমান আর অভিযোগের
পাহাড় ধ্বসে পড়ুক!