কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

শিরোনামহীন – ২১১
ঘুমন্ত শহরের রাতজাগা পাখির ডানায়
লেগে আছে অভুক্ত মানুষের কষ্টের
নোনাজল, সারাদিন পাড়াগুলোয়
বিনা মজুরিতে পাহারাদারি করে
এমনিতর বেওয়ারিশ কুকুরগুলোও
বোঝে বস্তুতঃ ভালো নেই এশহরের
মানুষের মন! তবুও যখন কিছু
সুবিধাভোগী চাটার দল মিছিল করে
উন্নয়নের ফিরিস্তি গায় শ্লোগানের
মতো করে পৌরপথে, রাস্তার মোড়ে
মোড়ে জনদরদি ভালবাসার
ফেরিওয়ালারা সাইনবোর্ড ঝুলিয়ে
যখন বলে “আপনাদের সেবাই
আমার জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য! ” তখন মনে হয় একযোগে
হেসে ওঠে পাগলেরাও!
শুধু মানুষেরাই বেকুব, চুপ! প্রতিবাদের ভাষাও যেনো ভুলে গেছে সবাই!
কিন্তু এভাবে চলতে চলতে একদিন
নিশ্চুপ এই শিরোনামহীন মানুষ গুলোই
শিরোনামে উঠে আসবে দ্বিধাহীন।