কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

পশু কোরবানির ধুম লাগা শহরে
ভালোবাসাহীন এই রুক্ষ শহরের বুকে
সারাদিন থেমে থেমে বৃষ্টি ঝরছে ,
মনেহয় বৃষ্টি তো নয় যেনো অশ্রুর
বন্যায় ভেসে যাচ্ছে পোড়া রুটির
মতোই গাঢ় ধূসর এই শহরের বুক!
এদিকে তখন শহরবাসীদের পশু
কোরবানির ধুম লেগেছে, উৎসবে
মেতে উঠেছে সবাই যার যার পশু নিয়ে!
সদ্য কাটা রক্তাক্ত পশুর পুরো রান নিয়ে
কেউ ছুটছে নিজস্ব গন্তব্যে,
ছিন্নমূল মানুষেরা সব ভিড় জমিয়েছে
জবাই করা পশুর এক টুকরো
মাংসের জন্য সামর্থ্যবান লোকদের
গ্যারেজের সামনে রাস্তার বেওয়ারিশ
কুকুরের মতো! কোথাওবা কারো
বাড়ির সামনে রাস্তায় বিশাল
ডেকচিতে রান্না হচ্ছে মজাদার
বিরিয়ানি, পোলাও মাংস, আরো
যে কতো কী! সুগন্ধি যার ছড়িয়েছে
বহুদূর! যা থেকে ক্ষুধার্ত অসহায়
মানুষের ক্ষুধা বাড়িয়েছে বহুগুণ
অথচ মেলেনি, মেলেনা কোথাও ওদের জন্য একটুও মজাদার খাবার!