কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

বৃষ্টির সাথে একলা কথা
ও বৃষ্টি, তুই কোথায় ছিলি লুকিয়ে?
খুঁজে আমি পাইনি যে তোর দেখা!
ভীষণ অভিমান নাকি রাগ করেছিলি
আমাদের সাথে এতোদিন?
তাই বুঝি তোর আসতে হলো এতো দেরি!
যাক বাবা! মিটে গেছে তোর
মনের আড়াল যখন,
এখন তাহলে আসিস কিন্তু
আবার যখন তখন!
ইচ্ছে হলেই ভিজবো আমি জলে ইচ্ছেমতো
মনের সাধ মিটিয়ে ছেলেবেলার মতো!
হোক না তাতে জ্বর!
কি এমন আর হবে,
না হয় একটু কষ্ট পেতে হবে!
ছেলেবেলার স্মৃতি গুলো
আসবে আবার তখন ফিরে,
মনটা আমার কাঁদুক না হয়
বাবার আদরের কথা মনে করে!
একলা আমি বলেই গেলাম তোকে
আমার মনে যতো ছিলো কথা!
তোর কি খুব দেরি করে দিলাম
কাজের, অন্য কোথাও ঝরার?
হোক না একটু দেরি, তাই বলে
রাগ করিস না যেনো!
আবার আসিস কিন্তু যখন তখন
আমার ছেলেবেলায় আসতি যেমন!