খসে পড়া বিবর্ণ পত্রের বিলাপ
সংজ্ঞাহীন অসুস্থ মায়ের পাশে নির্ঘুম রাত
জেগে থাকতে থাকতে হঠাৎ মনে হলো,
আহা! এই শীতের রাতের কুয়াশাচ্ছন্ন
হুহু ঠান্ডা বাতাসে আমি যেনো হয়ে যাচ্ছি
বৃক্ষ থেকে নিঃশব্দে খসে পড়া বিবর্ণ পত্রের
মতো, শুধু তোমারই জন্য ” মা “!
আবার কবে যে তুমি সাড়া দেবে
সেই ছোটোবেলায় যেভাবে তোমায় ডাকলে
মায়াভরা কণ্ঠে জবাব দিতে ” মা ” ডাকের!
কই দাও না তো সাড়া!
অপেক্ষায় থাকতে থাকতে শীতার্ত
এই দীঘল রাত ভোর হয়,
আবারও আসে দিন, তবুও সাড়া পাই না!
আশা নিরাশার মেঘের ভেলায়
উড়ে উড়ে দিন যায়, রাত যায়!
যদি আবারও তুমি চোখ খুলে
উঠে বসে শুধু একবার
ডাকনাম ধরে ডাকো আমায়!
তুমিহীন আমি যে হয়ে যাচ্ছি
বৃক্ষ থেকে নিঃশব্দে খসে পড়া
বিবর্ণ পত্রের মতো তা কী তুমি জানো, মা?