কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম কবির

সময়ের নৌকায় ভালোবাসা
আমরা যারা মহল্লার সিঁড়িতে আড্ডায়
বসে মান্নাদে, শ্যামল মিত্র, হেমন্ত আর
সতীনাথের গান শুনতে শুনতে
প্রেমের পাঠ নিয়েছিলাম অজান্তেই,
শিখেছিলাম ভালোবাসা মানে প্রবহমান নদী,
জেনেছিলাম ভালোবাসা মানে
কেমন একটা ঘোরলাগা সন্ধ্যা,
ভালোবাসা মানে উদাস দুপুরে রোদে ভিজে
কারো জন্য অপেক্ষার প্রহর গুনতে গুনতে
একগাদা সিগারেট ঠোঁটে জ্বালিয়ে ছাই করা,
ভালোবাসা মানে প্রায় মরে যাওয়া দিঘির জলে
ডুব দিয়ে শাপলাশালুক তুলে এনে
প্রেমিকার হাতে তুলে দেয়া!
আজ সেই আমাদের অনেকেরই ভালোবাসা
হারিয়ে গেছে পলাতক সময়ের মতো,
কেউ কেউ নিজেই হয়তো হারিয়ে গেছে
জীবনযুদ্ধে হেরে গিয়ে পৃথিবী ছেড়ে,
কেউ কেউ বাড়ি বদলের মতো
ভালোবাসাও বদলে ফেলেছে!
এখন আমাদের কারো কারো চোখ
ভিজে আসে সেইসব দিন মনে করে!
কারো কারো অম্ল স্মৃতির অভিজ্ঞতায়
ভালোবাসা মানে তীব্র হতাশা আর গ্লানি!
অথচ ভালোবাসা হলো নায়েগ্রা জলপ্রপাতের মতো অপার সৌন্দর্য্যের আবিষ্কারের আনন্দ,
ভালোবাসা হলো বেঁচে থাকার অক্সিজেন!