শুধু তোমাকে ছোঁয়ার জন্য
সারারাত জেগে আছি আমি
আকাশে নিথর হয়ে ভেসে নীল চাঁদ
গুটি কয়েক তারার খিলখিল হাসি
অজস্র জোনাকির এঁকে দেওয়া আলপনা
নীরবে বহে যাওয়া যৌবনা নদী
সবাই ছিলো আমার পাশাপাশি
তবুও আমি সারারাত জেগে আছি
তোমাকে ছোঁয়ার জন্য
বকুলের সুবাস আর ছাতিমের মাদকতা
মহুলের মাতোয়ারা হাসনুহানার হাসি
অরন্যের ওই নির্জনতা ঝিঁঝির বাঁশি
সবাই ছিলো আমার পাশাপাশি
তবু আমি সারারাত জেগে আছি
তোমাকে ছোঁয়ার জন্য
নীল নক্ষত্র আর অসীম আকাশ
ভিজে যাওয়া জ্যোৎস্না রাতচরা পাখি
সবাই ছিলো আমার পাশাপাশি
তবু আমি সারারাত জেগে আছি
তোমাকে ছোঁয়ার জন্য।