T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় গৌর গোপাল পাল

বিশ্ব কবিতা দিবসে
কথার পিঠে বসিয়ে কথা
হয় কবিতা গল্প!
কে বোঝে সেই কবির ব্যথা
বুঝতো যদি অল্প!!
কবির কলম ধন্য হতো
থাকতো কবি সুখে!
সেই কাহিনী বলবো কতো
যা আছে এই বুকে!!
কবির কথা কেউ না বোঝে
কেউ না খোঁজে কবি!
এখন দেখি সবাই খোঁজে
কোনখানে তার ছবি!!
এই দুঃখ কাকে শোনাই
ভাগ করি কার সনে!
বিশ্ব কবিতা দিবসে তাই
ভাবছি বসে মনে!