হৈচৈ ছড়ায় গৌর গোপাল পাল

চড়ক পুজো
চড়ক পুজা শুরু এখন
চৈত গাজনের মেলা!
এর পরেতে বর্ষ বরণ
আসছে বোশেখ বেলা!!
মেজাজ খাট্টা রোদ গরমে
তেষ্টায় ফাটে ছাতি!
রোদ উঠেছে আজ চরমে
লাফায় বনে হাতি!!
চড়ক চড়ে কেউবা ঘোরে
কেউ বা ফোঁড়ে বাণ!
হোমের ফেনা উপচে পড়ে
তেষ্টাতে যায় প্রাণ!!
বসন্তের শেষ গরম শুরু
গ্রীষ্ম এলো ধেয়ে!
পূজবো এবার কবিগুরু
এখন ঘেমে নেয়ে!!