কবিতায় গীতালি ঘোষ

রূপকথা নয়
পড়ন্ত বিকেলের চোখে
যেন ভোরের ফুল জাগল…
এ কেমন ভালোবাসা?
যে হারতে জানে না!
প্রতিটি পদক্ষেপে
পায়ে পায়ে মিলে থাকে!
এ ভালোবাসার অভিব্যক্তি ভিন্ন।
বিশ্ব পৃথিবীর এক আশ্চর্য বিস্ময়!
স্বার্থহীন অভিঘাতে
পরিচিত জীবনে ঘা মারে…
আমি ভিজে যাই
এক অপরূপ রূপকথার আনন্দে।
যেন স্বর্গ থেকে নেমে আসে
দেবদূতেরা,পরীরা…
লীলায় মেতে ওঠে যুগলে,
এমন করেই পৃথিবীর মাঝে
যুগলের লীলা-সাধনা।
জীবনের অঙ্গীকারে আবদ্ধ
এই অপূর্ব প্রেম!
চোখে ফোটে অনন্ত আলোর ঈশারা!
যে আলোর ঘেরাটোপে
যুগল-জীবন এক হয়ে মিশে যায়,
যেন দুই নদীর মোহনা, দুই থেকে একাকার!
এ ভালোবাসা রূপকথা নয়,
এই জাগতিক জীবনেরই
এক অপূর্ব উপকথা!