T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় গীতালি ঘোষ

কোজাগরী
ও মেয়ে, তুমি আসছ বুঝি
আজকে রাতে?
ধানের শীষে শিশির নিয়ে
শেষ শরতে?
তোমার পায়ের চিহ্নগুলির
পায়ে পায়ে–
এক পা, দু’পা ফেলছ বুঝি
সতর্ক হয়ে?
হাতে তোমার কলসখানি
রইল ধরা…
সে কলসে আছে আশা
ভুবন ভরা!
গভীর রাতে পায়ে পায়ে
এখান ওখান
কেমন করে যাবে মেয়ে,
বাড়িয়ে পা দুখান?
চঞ্চলা নাম কেন যে মেয়ে,
ডাকে সবাই,
সব ঘরে যে বসত তোমার ,
জানা কি নাই?
আজকে তোমার গভীর রাতের
কোন অভিসার?
পদ্ম হাতে, ধানের ছড়ায়
শ্রী-মণ্ডিতার!
আসছ মেয়ে, নুপূর পায়ে,
শব্দ বিহীন।
শঙ্খ – উলু বাজল ভবে,
লক্ষ্মী… নবীন।।