T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় গীতালি ঘোষ

প্রসীদ, মা
খেলা যখন ছিল সেদিন
বয়স তখন নিতান্ত কম,
জীবন-মেলার সুরভিতে
মগ্ন হতাম যখন তখন।
বুকের ভিতর শিউলি ফুলের
বইত সুবাস শরত আলোয়,
এমন করেই হেসে খেলে
কাটতো সময় সাদায় কালোয়।
তখনও তো তোমার আশায়
বসে বসে কত জীবন
কাটতো মা গো, রঙিন হয়ে,
শরত মেঘে ভাসতো এ মন।
আজও তোমার আগমনী
গাইতে থাকি প্রাণের ভিতর!
কিন্তু জানো, মা গো, সে সুর
আর বাজে না হৃদয়ে মোর।
কেমন যেন হারিয়ে গেছে
শিউলি ঝরা সেসব রাত,
সুখগুলো সব পাখনা মেলে
উড়ছে দেখো দিয়ে আঘাত।
কোথায় সেসব স্বপ্নগুলো?
কোন সে বনে পথ হারালো?
আর যেন এই দুচোখে সুখ
নতুন হয়ে দেয় না ধরা–
নাই বা দিল! তবুও মা গো,
ডাক আছে মোর হৃদয় ভরা।
ভালোবেসে বারে বারে
প্রসীদ, মা, এই ভুবনে…
মানুষজনের আকুলতায়
উড়িয়ে আঁচল মনপবনে।
তোমার আশায় জগতে আজ
আনন্দের যে বাণ উঠেছে,
সেই আনন্দ দুহাত ভরে
বিলিয়ে দাও মা, সবার কাছে।
আয় রে, মা গো, সবার ঘরে
সুখের কণার দীপটি জ্বেলে,
ভরে দে, মা, ঘর সকলের,
আনন্দ সুর বাজুক তালে॥