কবিতায় গীতালি ঘোষ

ধূসর খামে মেঘ
সেদিন ধূসর মেঘ নেমে এসেছিল
খোলা জানালা দিয়ে–
ছুঁয়ে দিয়েছিল আলতো আদরে
আমার মুখখানি–
টুপটাপ করে স্মৃতিগুলো সব
ঝরে পড়েছিল অবাধে!
রঙিন বসন্তে তোমার সাথেই ছিল
আমার খেলার বেলা…
যত কথা, যত ব্যথা, যত আকুলতা,
সব ছিল শুধু তোমারই সঙ্গে বাঁধা।
নদীর চরে সবুজ ঘাসের আলপনা
পায়ে পায়ে মাড়িয়ে,
সারা বেলা ধরে
সেই বিপ্লবী প্রেমের আনাগোনায়
বিভোর ছিলাম আমরা দুজন!
বৃষ্টি ভেজানো বিকেলে
ভালোবাসার অবগাহনে মত্ত ছিলাম,
ছায়া সুনিবিড় বটের ছায়ায়
লিখেছিলাম প্রাণের আরাম,
নীলাভ নীল আকাশ ভরে
একত্রিত জীবনকে উপভোগ করেছিলাম।
সময়ের পলিমাটিতে সে প্রেম ডুবেছিল
ঘনঘটা জালে।
জীবনের বাঁকে দু’ধারে বয়েছিল
পথ আমাদের…
আর কখনও মেলেনি সে পথ।
আজ খোলা জানালার ফাঁকে,
কোন মেঘ তার ধূসর খামে বন্দী করে
এনে দিল ভেজা স্মৃতির সোঁদা গন্ধ!
আমি মাতাল হলাম আবার!!